সংক্রমণ বেড়েছে মোংলায়, শনাক্তের হার ৫৫ শতাংশ

0

মোংলা প্রতিনিধি॥মোংলায় করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত ও এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর মৃত্যু হয়। মারা যাওয়া রেনু বেগম (৫৫) পৌর শহরের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা। দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে রেনু বেগমের। দুপুর ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৪৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫০ শতাংশ। গত কয়েকদিনের হিসাবে শনাক্তের হার বেড়েছে ৫ শতাংশ।
এদিকে, চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দফায় ঘোষিত চতুর্থ দিনের বিধিনিষেধ চলছে মোংলায়। তবে তা মানছেন না অনেকেই। বিধিনিষেধ বাস্তবায়নে শহরে পুলিশের ব্যারিকেড ও টহল অব্যাহত রয়েছে।