নাগরিকদের ১ বিলিয়ন ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন

0

লোকসমাজ ডেস্ক॥নাগরিকদের এক বিলিয়ন বা ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করেছে চীন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যত ভ্যাকসিন দেয়া হয়েছে এটি তার এক তৃতীয়াংশেরও বেশি। দেশটি ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল। তাই প্রথম দিকে ধীরগতিতে চলছিল দেশটির ভ্যাকসিন কার্যক্রম। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরার পর উদ্বিগ্ন হয়ে ওঠে দেশটি। এরপরই ভ্যাকসিন কার্যক্রমে গতিবৃদ্ধি করে দেশটি। দেশটির টার্গেট আগামি জুলাই মাসের মধ্যেই দেশের ৪০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের পূর্ণ ডোজ প্রদান করা হবে। দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটি।
চীনে মূলত চীনা কোম্পানি সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিন দেয়া হচ্ছে। এগুলোর প্রতিটিই দুই ডোজের ভ্যাকসিন। তবে চীনে করোনা নিয়ন্ত্রণে আছে এক বছরেরও বেশি সময় ধরে। ফলে অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহী নন। এরপরেও চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মাত্র ৫ দিনে ১০ কোটি ডোজ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে তারা।