পাকিস্তানের কোনো ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না’’

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের অভ্যন্তরে হামলা কিংবা নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানের কোনো ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না। এইচবিও এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। শনিবার সাক্ষাৎকারে কিছু অংশ প্রচারিত হয়েছে।
এর আগে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ জানিয়েছিলেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী কোনো অভিযান যুক্তরাষ্ট্রকে পরিচালনা করতে দেওয়া হবে না। আফগান তালেবান তার এই মন্তব্যকে স্বাগত জানিয়েছিল।
এইচবিও এক্সিওসে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, আল-কায়েদা, ইসলামিক স্টেট কিংবা তালেবানের বিরুদ্ধে অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তান সীমান্ত ব্যবহার করতে দেবে কিনা।
জবাবে তিনি বলেছেন, ‘একেবারেই না. পাকিস্তানের কোনো ঘাঁটি, যে কোনো অঞ্চল ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে কোনো অভিযানের অনুমতি আমরা দিব না। একেবারেই না।’