জেমিসনের তোপে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং

0

লোকসমাজ ডেস্ক॥ নিউজিল্যান্ড পেসারদের বোলিং তোপে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে অলআউট হয়েছে ভারত। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। দুটি করে উইকেট নিয়েছেন নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
৩ উইকেটে ১৪৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি দ্বিতীয় দিন মন্থর ব্যাটিং করে ভারতের হাল ধরা বিরাট কোহলি। তৃতীয় দিনের প্রথম সেশনের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। জেমিসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপর অজিঙ্কা রাহানে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হাফ সেঞ্চুরির আগে ফিরতে হয় রাহানেকে। ওয়াগনারের বলে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।
শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন জুটি গড়ার চেষ্টা করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। অশ্বিন ২২ রানে ফেরার পর জাদেজা ফিরেছেন ১৫ রানে। ইশান্ত শর্মাকে সাজঘরে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন জেমিসন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২১৭/১০ (ওভার ৯২.১) (কোহলি ৪৪, রোহিত ৩৪, রাহানে ৪৯, গিল ২৮, অশ্বিন ২২, জেমিসন ৫/৩১, ওয়াগনার ২/৪০, বোল্ট ২/৪৭)