২৫৯ তালেবান সদস্যকে হত্যার দাবি আফগানিস্তানের

0

লোকসমাজ ডেস্ক॥ ২৫৯ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
টুইটে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নানগারহর, কুনার, ময়দান ওয়ার্ড, গজনী উরুজগান, কান্দাহার, হেরত, ফারাহ, ঘোড়, বালখ, জওজান, হেলমান্দ, তাখার ও বাঘলান প্রদেশে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ২৫৯ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬১ জন।’
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন সময়ে ২৫৯ তালেবান সদস্যকে হত্যার দাবি করা হলো যখন পূর্ব ঘোষণা অনুযায়ী দেশটি ছেড়ে যাচ্ছে মার্কিন ও ন্যাটো সেনারা।
২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ২০২১ সালের ১ মে-এর মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। এর অংশ হিসেবে এরইমধ্যে অর্ধেকেরও বেশি মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করেছে।