ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি গাজার প্রতিরোধ যোদ্ধাদের

0

লোকসমাজ ডেস্ক॥ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার গাজার পশ্চিমাঞ্চলে এই ড্রোন ধ্বংসের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলোতে। সাবেরিন নিউজ, সি নিউজ ও আকসাটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমেই ওই দাবির কথা প্রচারিত হয়েছে।
গণমাধ্যমের খবর থেকে জানা যায়, একটি হামলা পরিচালনা করতে গাজায় প্রবেশ করে ওই ড্রোন। হামলা চালায় বেইত লাহিয়ায় একটি ঘাটিতেও। তবে এরপরই এটিকে ধ্বংস করতে সক্ষম হয় ফিলিস্তিনিরা। তবে ড্রোনটি কোন মডেলের এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে কিছু জানা যায়নি।এর আগে গত ২১ মে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইসরাইল ও গাজার ইরান সমর্থিত গোষ্ঠী হামাস।
১১ দিনের যুদ্ধের পর উভয় পক্ষ নিজেদের বিজয় দাবি করেছিল। তবে সম্প্রতি ইসরাইলে নতুন সরকার গঠন করা হয়েছে। এরপরই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুরাতন জেরুজালেমে ইহুদিদের মিছিল করার অনুমতি দেয় নতুন সরকার। এরইভিত্তিতে ইসরাইলে বেলুন হামলা চালায় হামাস। জবাবে গত দুদিন ধরে গাজার বিভিন্ন স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় ড্রোন ব্যবহার করে দেশটি।