রাজি চাঁদনী

0

লোকসমাজ ডেস্ক॥ অভিনয় ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। এই সময়ে নাচের প্রতিই বেশি মনোযোগী তিনি। আগের মতো খুব বেশি অভিনয়ে নেই। বর্তমানে বেশির ভাগ নাটকের গল্প ও চরিত্র একইরকম বলেও মন্তব্য করেন তিনি। তবে সম্প্রতি ‘লেডি টিচার দিচ্ছি নিচ্ছি’ শিরোনামের একটি নাটক ও ‘অসমাপ্ত চা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মনের মতো গল্প ও চরিত্র পান না বলেই অভিনয় থেকে অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানান এই গ্ল্যামারকন্যা। চাঁদনীর সময়ের অনেকে মা-ভাবি চরিত্রেও অভিনয় করছেন। নায়িকা চরিত্রের বাইরে কি কাজ করবেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, চরিত্রের জন্য ভাবি, বউ, বুয়া, চাকরসব হতে রাজি আছি।
যদি সেই চরিত্রের গুরুত্ব থাকে। গুরুত্বহীন চরিত্রে পর্দায় নিজেকে দেখাতে চাই না। এ ছাড়া প্রায় ১০ বছর আগে মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। যখন আমাদের অনেক সিনিয়র সাহস করতে পারতেন না। ‘রসগোল্লা’ নামের একটা নাটকে চরিত্রের জন্য আমার ১৫ বছরের একটা মেয়ে ছিল, ৭ বছরের ছেলেও ছিল।