এমএল ডাইংয়ের আয় ৪৬ শতাংশ কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএল ডাইং লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির পুরো তিন প্রান্তিক বা নয় মাসে শেয়ারপ্রতি আয় ৪৬ শতাংশ কমেছে।বৃহস্পতিবার (১০ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির চলতি বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৭৯ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১.১৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় কমেছে ০.৩৭ টাকা বা ৪৬.৮৩ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.২১ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.২৭ টাকা।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৯২ টাকা।