ড্রেন খুঁড়তে গিয়ে ধসে পড়ল দোতলা ভবন

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা মহানগরীর ৪৩নং টুটপাড়া সেন্ট্রাল রোডের পাশের একটি দোতলা ভবন ধসে পড়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভবনটির মালিক মো. শহীদ চৌধুরী। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ক্ষতিগ্রস্ত ভবনের মালিক মো. শহীদ চৌধুরী জানান, সকালে ভবন ঘেঁষে ড্রেন খননের কাজ করছিলেন সিটি করপোরেশেনের নির্মাণ শ্রমিকরা। এতে ভবনের নিচ থেকে মাটি সরে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। ভবনের নিচতলায় তিনটি মুদির ও একটি এলপিজি (গ্যাসের) দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইতলার ওপরে লেয়ার মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভবন মালিক শহীদ চৌধুরী।