চৌগাছায় স্বাস্থ্যবিধি গুরুত্বহীন!

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। তবে, আক্রান্তের সংখ্যা বাড়লেও সাধারণ মানুষের চলাফেরায় বুঝার উপায় নেই যে মহামারি করোনা ভাইরাস জেঁকে বসেছে। হাসাপাতাল সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের ৫ তারিখে ৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ আসে ৩ জনের। এছাড়া ৬ তারিখে ৮ জনে ১ জন, ৭ তারিখে ৯ জনের মধ্যে ৪ জনের দেহে শনাক্ত হয়েছে। বিষয়টি বর্তমানে এমন দাঁড়িয়েছে যে নমুনা পরীক্ষা করলেই কেউ না কেউ ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের বেশিরভাগই নিজ বাড়িতে থেকে ডাক্তারের পরমর্শে চিকিৎসা নিচ্ছেন। গত মে মাসের ১ তারিখ হতে চলতি জুন মাসের ৮ তারিখ পর্যন্ত চৌগাছাতে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পৌর সদরে ৮ জন। বাকি ১৬ জনই কোন না কোন গ্রামের বাসিন্দা। সর্বশেষ মঙ্গলবার করোনায় আক্রান্ত ৪ জন হলেন-চৌগাছা উপজেলার সঞ্চাডাঙ্গা গ্রামের সেলিনা বেগম (৪০), চুড়ামনকাটির হৈবতপুর গ্রামের মহিদুল ইসলাম (৫০), চৌগাছার ঋষিপাড়া মহল্লার সুজাল (২৩) ও বাবুঘাট মহল্লার বাসিন্দা হারুন অর রশিদ (৬০)। আক্রান্ত সকলেই বাড়িতে চিকিৎসাধীন আছেন।
এদিকে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও সাধারণ মানুষের মাঝে চরম অসচেতনতা লক্ষ্য করা গেছে। সরকারের পক্ষ হতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেয়া হয়েছে। ঘরের বাইরে এলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা মানছে না। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধিরা জনসচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ অব্যহত রেখেছেন। তারপরও মানুষ উদাসীনতার পরিচয় দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন, ‘এখানে নমুনা দেয়ার সংখ্যা কম, তাই আক্রান্তও কম বলে মনে হচ্ছে। হাসপাতালে আসা সকলকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে ও মুখে মাস্ক পরার কথা বলছি। মানুষকে সচেতন করতে আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে। মানুষ সচেতন না হলে শহর কিংবা গ্রাম সর্বত্রই করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে।’