কলারোয়ার একটি ইউনিয়নে ইভিএমে ভোট নেয়া হবে

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত হওয়া ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন করে নির্বাচনের তারিখ ২১ জুন ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএমে করতে চায় কমিশন। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে একটিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। ইউনিয়নটি হলো হেলাতলা ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট স্কুলে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের আয়ৈাজন করা হয়েছে। ২৫ জন প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশ নিবেন এই প্রশিক্ষণে।