কেশবপুরে প্রতাপপুরে রাস্তা বন্ধ করায় ১৬ পরিবার অবরুদ্ধ

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে রাস্তা বন্ধ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিবারগুলোর এক প্রতিবেশী পরিতোষ দাস নামের একজনের বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ের প্রতিকার চেয়ে ওই গ্রামের দিবাশিষ দাস উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া mহয়েছে। জানা গেছে, দিবাশিষ দাস প্রতাপপুর মৌজার ২২ শতক জমির মধ্যে ৫ শতক দীর্ঘ প্রায় ২০ বছর আগে একই গ্রামের পরিতোষ দাসদের নিকট থেকে কিনে বসতবাড়ি নির্মাণ করেন। ক্রয়ের পূর্বশর্ত হিসেবে উভয় পক্ষ থেকে কিছু জমি রাস্তার জন্যে দেবেন। এই শর্তে জমির মধ্যখান দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে চলাচল করে আসছিলেন। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই সূত্র ধরে পরিতোষ দাসের নেতৃত্বে নিত্য দাস, পলাশ দাস, মনি শংকর দাস, দিপু দাস, টগর দাসসহ একটিদল চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ওই পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দিবাশিষ দাস উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।