ঝাঁপায় খাল দখলমুক্ত করলেন ইউএনও

0

স্টাফ রিপোর্টার॥ মণিরামপুরের ঝাঁপায় একটি সরকারি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। খাল দখল করে মাছের ঘের করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ঘটনাস্থলে যান। এরপর তিনি ঘেরের মাটি কাটার কাজ বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের সহকারী লুৎফর রহমান বলেন, ঝাঁপা এলাকার নূর মোহম্মদ নামে এক ব্যক্তি ঝাঁপা বাজারের নিচের সরকারি ‘‘রগাঙ’ নামের খালের ২৫ বিঘা জমি দখলে নিয়েছেন। তিনি সেই জমি মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকায় ইজারা দেন। ইজারা নিয়ে এস্কেভেটর বসিয়ে মিজান ঘের কাটার কাজ করছিলেন। খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেখানে অভিযান চালান।ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম বলেন, ঘেরের মাটি কাটার কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে এস্কেভেটরে মাটি কাটতে দেখেন। আদালত কাজ বন্ধ করে দিয়ে চালক সাজুকে এক হাজার টাকা জরিমানা করেছেন। তিনি আরও জানান, আদালত মিজানকে কাটা মাটি ফের খালে ফেলার নির্দেশ দেন। আদালতের নির্দেশে মাটি ভরাটের কাজ শুরু করে এস্কেভেটর চালক। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, জমিটি জেলা প্রশাসনের। সরকারি জমি দখল করে ঘের কাটার বিষয়টি ডিসি স্যারের মাধ্যমে জানতে পারি। পরে ঝাঁপা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শহিদুল ইসলামকে পাঠিয়ে ঘটনার সত্যতা পাই। এরপর অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া এস্কেভেটর চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।