ইনফিনিক্স স্মার্টফোন ব্যবহারে রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য ফ্রি

0

লোকসমাজ ডেস্ক॥ ইন্টারনেট অফার। নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিনে তাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সিম ব্যবহারকারী গ্রাহকেরা পাবেন ফ্রি ইন্টারনেটের সুপার বান্ডেল অফার।
রবি-এয়ারটেলের বিদ্যমান এবং নতুন সকল প্রি-পেইড এবং এসএমই (পিসিও এবং ইজিলোড ছাড়া) গ্রাহকরা ইনফিনিক্সের সাতটি ভিন্ন মডেল কিনে এই অফরটি উপভোগ করতে পারবেন। মডেলগুলো হলো- হট ১০, হট ১০ প্লে, হট ৯ প্লে, নোট ৭, নোট ৮ আই, স্মার্ট ৫ এবং স্মার্ট এইচডি। সেসঙ্গে প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি তো থাকছেই।
ইনফিনিক্স একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এই ক্যাম্পেইন অফারের আওতায় রবি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীরা প্রতি মাসে (দুই মাস) ৭ দিনের মেয়াদে ১০ জিবি ৪জি ইন্টারনেট অথবা এক মাস (দুই মাস) মেয়াদের ৫জিবি ৪জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া, রবি’র গ্রাহকরা যারা কেবলমাত্র এটিএল প্যাকেজ ব্যবহার করেন তারা ৫০% বোনাস পাবেন। এই ডিভাইস ক্যাম্পেইন অফারে গ্রাহকরা সাত দিনের মেয়াদে ৭ জিবি (৬ জিবি+১জিবি ৪জি) এর সাথে আরও ৩.৫ জিবি বোনাস ইন্টারনেট পাবেন মাত্র ১৮৭ টাকায় এবং ৩০ দিনের মেয়াদে ১৫ জিবি+৬৫০ মিনিট টকটাইম পাবেন মাত্র ৭৪৯ টাকায়।”
এসব প্যাকেজ বিদ্যমান এবং নতুন রবি-এয়ারটেল সকল সংযোগের জন্য প্রযোজ্য। তবে নতুন কেনা ইনফিনিক্স স্মার্টফোনের নির্দিষ্ট হ্যান্ডসেট কেনার পরে গ্রাহকরা এ অফার ব্যবহার করতে পারবেন কিনা তা যাচাই এবং নিবন্ধনের জন্য বৈধ মোবাইল নম্বর থেকে ফোন করে জানতে পারবেন।
এই বান্ডেল অফারগুলো সম্পর্কে ইনফিনিক্স চ্যানেল এবং রবিশপ থেকেও জানতে ও কিনতে পাবেন। বোনাস প্যাকেজগুলো কেবলমাত্র নতুন কেনা ইনফিনিক্স স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই পাওয়া যাবে। অন্যান্য অপারেটরদের মতোই এ প্যাকেজের আওতায় অব্যবহৃত বোনাস ডাটা পরবর্তীতে প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ নেই। আপনার ফোনের ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮# বা *৩#।
এই ক্যাম্পেইন অফার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন- https://www.robi.com.bd/en/personal/offers/campaign-offer-for-infinix-new-handsets