টিসিবির বিক্রি শুরু হলেও ক্রেতা কম

0

লোকসমাজ ডেস্ক॥ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার থেকে সারা দেশে পরিবেশকদের মাধ্যমে ট্রাকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করেছে। তবে এখন ক্রেতা অনেক কম।
সোমবার (৭ জুন) নিউমার্কেট এলাকায় টিসিবির পরিবেশক মো. মাসুদ বলেন, টিসিবির পণ্যের মান ভালো। দামও বাজারের তুলনায় অনেক কম। ফলে পণ্যগুলো ক্রয়ে ক্রেতাদের আগ্রহ থাকার কথা। কিন্তু সে পরিমাণ ক্রেতা দেখা যাচ্ছে না। অতিরিক্ত গরমও একটা কারণ হতে পারে।
রমজান মাসে টিসিবির পণ্যের প্রতি কেজি ছোলা ৭০ টাকা, দেশি চিনি ৪৮টাকা, মসুর ডাল ৯০টাকা, খেজুর ৯০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করছে। রমজানের পরে আজ প্রতি কেজি ছোলা ৯০ টাকা, চিনি ৬২ টাকা, বড় দানার মসুর ডাল ১০০ টাকা, বোতলজাত সয়াবিন ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ৩২টিসহ সারা দেশে ১৭৯টি ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে।
খোলা ট্রাকে টিসির পণ্য বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে টিসিবির পরিবেশক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, আপাতত কম হলেও দুই একদিনের মধ্যে আশা করছি ক্রেতারা টিসিবির পণ্য কিনবেন।
টিসিবির পাশাপাশি খোলা ট্রাকে করে পরিবেশকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের মোটা চাল বিক্রিও চলছে। জাতীয় প্রেসক্লাব এলাকায় চাল বিক্রেতা মাসুদ বলেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে মোটা চালের অনেক চাহিদা। একজন ৫ কেজি করে চাল নিতে পারেন। প্রতি কেজি চালের দাম ৩০ টাকা। প্রতিদিন আমরা ৩ হাজার কেজির মতো চাল বিক্রি করতে পারি।’
শ্যাওড়াপাড়া এলাকার বাসিন্দা, অটো চালক মনির উদ্দিন জানান, প্রেসক্লাব এলাকায় টিসিবির ট্রাক থেকে প্রয়োজনীয়র কিছু মালামাল কিনেছি। আর অন্য ট্রাক থেকে চালও কিনেছি। আপাতত ৩ থেকে ৪ দিন চলবে। কেজিতে ১০ টাকার মতো লাভ হয়।নিয়মিত রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে বলে জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।