ভারতের সর্বকালের সেরা কোহলির দল

0

লোকসমাজ ডেস্ক॥ সেরা সব ব্যাটসম্যান, দুর্দান্ত পেস আক্রমণ ও অসাধারণ সব স্পিনার নিয়ে গড়া বর্তমান ভারতীয় দল। আর উইকেটকিপিংয়ে ঋষভ পান্ত যোগ করেছেন বাড়তি মাত্রা। সব মিলিয়ে কোনও দুর্বলতাই চোখে পড়ে না সুনীল গাভাস্কারের। তাই বিরাট কোহলির এই ভারতকে তিনি ঘোষণা দিয়ে বললেন, ‘সর্বকালের সেরা ভারতীয় দল’। ভারতীয় ক্রিকেটের আধিপত্য অনেকদিন থেকে। তবে গত কয়েক বছরে তাদের প্রভাব যেন আরও বেড়েছে। টানা পাঁচ বছর কোহলিরা শেষ করেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে, যার মধ্যে আছে আবার অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুইবার টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি। টেস্ট ক্রিকেটের এই উন্নতির গ্রাফ গাভাস্কারের বিচারে বর্তমান দলকে ভারতের সর্বকালের সেরার আসনে বসিয়েছে।
এক ইউটিউব অনুষ্ঠানে এই কিংবদন্তি বলেছেন, ‘তুলনার বিষয়টা সবসময়ই কঠিন। তবে আমার মতে, ভারতের বর্তমান দলটি আমার দেখা সেরা। খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। এখানে আছে চ্যাম্পিয়ন ব্যাটসম্যানরা, আছে চ্যাম্পিয়নস সব বোলার, অসাধারণ স্পিনাররা। আমরা পেয়েছি দারুণ এক উইকেটকিপার। তরুণ উইকেটকিপার, যে অনেক লম্বা সময় ধরে ক্রিকেট বিশ্ব শাসন করতে যাচ্ছে।’ বর্তমান ভারতকে সর্বকালের সেরার আসনে গাভাস্কার বসালেও অনেকেই তার সঙ্গে একমত হবেন না। কারণ অতীতে আরও কিছু দুর্দান্ত সময়ের ইতিহাস আছে ভারতের। যার একটি ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য গাভাস্কার নিজেই। আছে ১৯৮৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাফল্য। তার পরে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্ত। সব সাফল্য ও মুহূর্ত বিবেচনা করেই কোহলির ভারতকে সেরা বলছেন গাভাস্কার, ‘১৯৬০ সাল থেকে আমি যা দেখেছি, আমার বিশ্বাস ফর্মের বিবেচনায় এটাই (বর্তমান) ভারতের সর্বকালের সেরা দল। কারণটা খুব সহজ, দারুণ ভারসাম্যপূর্ণ দল। এখানে কোনও রকম দুর্বলতা নেই।’