ভারতের বিপক্ষেও পয়েন্ট পাওয়ার আত্মবিশ্বাস ফুটবলারদের

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ের পরদিন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেছিলেন, ভারতের বিপক্ষে পয়েন্ট পেলেই তিনি খুশি হবেন। কারণ, বাংলাদেশের চেয়ে ভারত বেশি শক্তিশালী। যাদের দিয়ে পয়েন্ট আনতে চান কোচ, সেই খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে সবচেয়ে বড় ঝড়টা যায় রক্ষণেই। দলের অন্যতম ডিফেন্ডার রহমত মিয়া তবু আশাবাদী। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ভালো খেলে পয়েন্ট আনতে পারব বলেই আমরা আশা করি।’
ভারতকে বড় দল উল্লেখ করে এ ডিফেন্ডার বলেন, ‘সাধারণত বড় দলের বিপক্ষে ডিফেন্সিং চ্যালেঞ্জটা বেশি থাকে। ছোট একটা ভুলের জন্যই গোল খেয়ে বসতে পারি। তাই এ দিকটায় আমাদের বেশি নজর দিতে হবে। ডিফেন্সে যাতে কোনো ভুল না হয় এবং ছোট ভুলগুলো না করি সে দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের ডিফেন্স কমপ্যাক্ট রাখার চেষ্টা করব।’ বড় দল মানেই ফরোয়ার্ড লাইন শক্তিশালী। সেটাও মাথায় থাকছে বাংলাদেশের খেলোয়াড়দের। ভারতের শক্তি আর দুর্বলতাও জানা। তবু আলাদা করে কাজ করা হচ্ছে, জানান রহমত মিয়া। জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘বড় দল দ্রুত মুভ করে। তাই আমাদের ডিফেন্স জমাট রাখতে হবে। ৭ জুন ভারতের বিপক্ষে আমাদের খেলা। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছি। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। তারপরও আমাদের মিটিংয়ে এবং অনুশীলনে সেটা দেখানো হচ্ছে। অনুশীলনে আমাদের আরও দুটি সেশন আছে। আমরা কিভাবে আরও উন্নতি করতে পারি এ সময়ে তা চেষ্টা করতে হবে।’ লেফটব্যাক রিমন হোসেন ভারত ম্যাচ নিয়ে বলেন,’আফগানিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছি। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ। ওই দিনও যেন ভালো খেলতে পারি। সবার কাছে দোয়া চাই।’