কার্বন নিরপেক্ষতার পথে চীনের বিএমডব্লিউ কারখানা

    0

    লোকসমাজ ডেস্ক॥ জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউ বৃহস্পতিবার জানিয়েছে, তাদের চীনের কারখানাগুলো এ বছরের শেষ নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জন করতে চাইছে।
    রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রতিষ্ঠানটির চীনা উৎপাদন চেইনে মোট কার্বন নিঃসরণ ২০৩০ নাগাদ ৮০ শতাংশ কমে আসবে।চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ বাজার। ওই বাজারে বিএমডব্লিউ ‘ব্রিলিয়ান্স চায়না অটোমোটিভের’ সঙ্গে মিলে শেনইয়াংয়ের দক্ষিণপূর্ব শহরে গাড়ি তৈরি করছে। ২০২৫ সাল নাগাদ চীনের বাজারে নিজেদের মোট বিক্রি হওয়া গাড়ির এক চতুর্থাংশকে ব্যাটারিসম্পন্ন বিদ্যুতচালিত গাড়িতে রূপান্তরিত করতে চাইছে তারা।
    বিএমডব্লিউ এর আগে জানিয়েছিল, ২০১৯ সালে তৈরি গাড়ির হিসেবের তুলনায় ২০৩০ সাল নাগাদ তারা নিজেদের গাড়ির জীবনচক্রের মোট নিঃসরণ এক-তৃতীয়াংশের বেশি কমাতে চাইছে।