১২৯ কোটি টন কয়লা উত্তোলন করেছে চীন

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ চীন। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির কয়লা উত্তোলন বেড়েছে। এ সময় মোট উত্তোলন করা হয় ১২৯ কোটি টন কয়লা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার।
বছরের প্রথম চার মাসে মোট উত্তোলন বড় পরিসরে বাড়লেও এপ্রিলে দেশটির কয়লা উত্তোলন কমেছে। ওই মাসে গত বছরের জুলাইয়ের পর সবচেয়ে কম কয়লা উত্তোলন করেছে চীন। বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে চীনের প্রধান কয়লা খনিগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। মূলত এ পরিস্থিতির কারণেই খনিগুলোতে কয়লা উত্তোলন সীমিত হয়ে এসেছে।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের দেয়া তথ্য অনুযায়ী, দেশটি চলতি বছরের এপ্রিলে ৩২ কোটি ২২ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম।
এদিকে চীনের বাজারে সরাসরি সরবরাহের জন্য নির্ধারিত থার্মাল কয়লার (তাপ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহূত) দাম এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০ শতাংশ বেড়েছে। ফলে দেশটির বাজার স্থিতিশীল রাখতে কয়লার প্রধান তিনটি মূল্যসূচকে পণ্যটির দাম নিরূপণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।