চাহিদামতো ডিজাইনে রোলস-রয়েস থেকে বানানো যাবে পছন্দের গাড়ি

    0

    লোকসমাজ ডেস্ক॥ যদি আপনার প্রচুর অর্থ থাকে এবং রোলস-রয়েস নির্বাহীরা আপনার আইডিয়া পছন্দ করে তাহলে আপনি যেমন চান সে রকমই গাড়ি বানিয়ে দেবে তারা। স্বাভাবিকভাবেই ব্রিটেনের এ অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে নিজের স্বপ্নের গাড়িটি বানিয়ে নিয়ে খরচ করতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা।
    মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে বেন্টলি ও পোরশেও গাড়িপাগল গ্রাহকদের এমন সুযোগ করে দিয়েছিল। সেই দলেই যোগ দিল এবার রোলস রয়েস।
    সম্প্রতি রোলস-রয়েস গ্রাহকদের সুবিধার বিষয়টি বিবেচনায় এই ঘোষণা দিয়েছে। তাদের এই কর্মসূচির নাম রোলস-রয়েস কোচবিল্ড। নির্দিষ্ট গ্রাহকের জন্য আলাদা আলাদা ডিজাইনে গাড়ি নির্মাণে সহায়তা করবে তারা।
    পছন্দের গাড়িটির নির্মাণ প্রক্রিয়ায় গ্রাহকও যুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন রোলস-রয়েসের প্রধান নির্বাহী টরস্টেন ম্যুলার-ওটভোস।
    এতে কত খরচ পড়বে গ্রাহকের- তা জানায়নি রোলস-রয়েসের। তবে রোলস-রয়েস থেকে নিজের স্বপ্নের ডিজাইনের গাড়িটি পেতে গ্রাহককে যে মিলিয়ন মিলিয়ন ডলার যে খরচ করতে হবে তাতে কোনো সন্দেহ নেই।