সেই ভণ্ডপীর শামীমকে গ্রামছাড়া করতে এলাকাবাসীর স্মারকলিপি

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার ফিলিপনগর উপজেলায় ঢোল-ঢগর বাজিয়ে নেচে-গেয়ে এক কিশোরের মরদেহ দাফনসহ ইসলামবিরোধী নানা অপকর্মের হোতা কথিত ভণ্ডপীর আব্দুর রহমান শামীম ওরফে শামীম রেজাকে গ্রামছাড়া করতে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসক সাইদুল ইসলামের কাছে প্রায় ৭০০ মানুষের গণস্বাক্ষর সম্বলিত এই স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃনাল কান্তি দে স্মারকলিপি গ্রহণ করেন। পরে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে স্মারকলিপির অনুলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফিলিপনগর উপজেলা চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, দৌলতপুর উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ, পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর জামে মসজিদের ইমাম হাফেজ মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেছের মাস্টারের ছেলে শামীম রেজা এলাকার বেশ কিছু সংখ্যক মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক শিক্ষা-দীক্ষা দিয়ে আসছেন। যার জ্বলন্ত বহিঃপ্রকাশ গত ১৬ মে রাতে পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মহাসিন আলীর ছেলে আঁখির (১৭) মরদেহ ভণ্ড শামীম ও তার অনুসারীরা ঢাক-ঢোল পিটিয়ে নেচে-গেয়ে দাফন করেন। এছাড়া তারা ধর্মবিরোধী বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। তার এসব কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠছে। এ অবস্থায় ভণ্ড শামীমকে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার জোর দাবি জানান এলাকাবাসী।