স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে : মন্ত্রিপরিষদ সচিব

0

লোকসমাজ ডেস্ক॥ কোনো এলাকায় কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক, সিভিল সার্জন, চেয়ারম্যান ও মেয়রদের ইতোমধ্যে বলা হয়েছে যে তারা যদি মনে করেন যে কোনো এলাকার করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বা যেতে পারে সেক্ষেত্রে তারা ওই এলাকায় লকডাউন দিতে পারবে। তিনি বলেন, মাঠ প্রশাসনের পরামর্শ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন কার্যকর করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা অন্য জেলা প্রশাসনকেও জানিয়ে দিয়েছি যে তারা যদি প্রয়োজন মনে করেন তবে তারা তাদের এলাকায় লকডাউন দিতে পারবেন। এমনকি পুরো জেলাতে লকডাউন না দিয়ে শুধুমাত্র সীমান্তবর্তী এলাকাগুলোতে লকডাউন দিতে পারবে তারা। স্বাস্থ্য অধিদফতরের জেনারেলের পরামর্শে সাতটি সীমান্তবর্তী জেলাকে লকডাউনের আওতায় আনার প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম এ মন্তব্য করেন। বাংলাদেশ সচিবালয়ের অন্য মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
সূত্র : ইউএনবি