পিরলোকে বিদায় দিলো জুভেন্টাস

0

লোকসমাজ ডেস্ক॥ আগে কোনও কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না আন্দ্রেয়া পিরলোর। তারপরও জুভেন্টাসের মতো দলের দায়িত্ব নিয়েছিলেন ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো এই ফুটবলার। কিন্তু এই মৌসুমে সিরি আ’তে ভালো করতে না পারায় ফলটাও পেলেন হাতেনাতে। তাকে বরখাস্ত করেছে জুভেন্টাস। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট। গত বছর আগস্টে মাওরিসিও সারির জায়গায় পিরলোকে নিয়োগ দেয় জুভেন্টাস। কিন্তু তার অধীনে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারা। লিগে টানা নয় বছরের আধিপত্য হারাতে তো হয়েছেই। সঙ্গে সদ্য শেষ হওয়া মৌসুমে লিগে চতুর্থ হতে হয়েছে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে শেষ ষোল থেকেও বিদায় নিতে হয়েছে। এর ওপর পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকে গেছে তুরিনের ক্লাবটি। সদ্য শেষ হওয়া মৌসুমে ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ জয়ও পিরলোকে রক্ষা করতে পারেনি। জুভেন্টাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘যে সাহস, নিষ্ঠা ও আবেগ তিনি দেখিয়েছেন, তার জন্য আন্দ্রেয়াকে হৃদয় থেকে ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। আশা করি, তার আগামীর পথচলা ভালো হবে।’ জুভেন্টাসে পিরলোর উত্তরসূরী হিসেবে ম্যাস্সিমিলিয়ানো আল্লেগ্রির নাম শোনা যাচ্ছে। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দলটির দায়িত্বে ছিলেন এই ইতালিয়ান কোচ।