বিদেশ গমনেচ্ছু কর্মীদের সমস্যা নিরসনে কুইক রেসপন্স টিম

0

লোকসমাজ ডেস্ক॥ বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীদের সমস্যা নিরসনে সাত সদস্যের একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। শনিবার (২৯ মে) বোর্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে ও করোনা মহামারির কারণে বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীরা নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে অবস্থানকালীন ভিসা সংক্রান্ত বা অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন তারা। এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ কমিটি গঠন করা হলো। সাত সদস্যের কমিটিতে রয়েছেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (আইআরপি) আরিফ আহমেদ খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা, বোর্ডের উপ-পরিচালক (আরপিটি) মো. জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভূঁঞা, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মনিরুজ্জামান।