সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে ভর্তুকি দেবে সরকার

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচ কমাতে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী এসব প্রবাসীদের টিকা দেয়ার ক্ষেত্রে বয়স শিথিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে তাদের সাবসিডি দেব। বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আলাপ করা হয়েছে।’ তিনি বলেন, ‘সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু সৌদি সরকার তাদের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে, সেগুলো ব্যয়বহুল। তাই প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম।’ এদিকে বাংলাদেশে আসা সৌদি প্রবাসীরা দেশটিতে ফিরে যেতে ভোগান্তি পড়েছেন। তাদের কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার কারো টিকিট ভোগান্তি পড়তে হয়েছে। এছাড়া টিকিট পেলেও সৌদিতে কোয়ারেন্টাইনে থাকতে নির্ধারিত করে দেয়া হোটেল খালি পাচ্ছে না। ফলে অনেকেই সঠিক সময়ে সৌদি আরবে যেতে পারেননি।