অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে ৫ টি-টোয়েন্টি

0

লোকসমাজ ডেস্ক॥ ব্যস্ত সূচি ‍বাংলাদেশের সামনে। জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফর শেষ করে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফরে অস্ট্রেলিয়ার তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বেড়ে যাচ্ছে। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটির প্রস্তুতির অংশ হিসেবে জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। তবে ভারতে বিশ্বকাপ হোক বা না হোক, বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেই তাদের আসার কথা। সফরে তিনটি টি-টোয়েন্টির পরিবর্তে বাংলাদেশ দল তাদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘বিশ্বকাপ ভারতে হোক আর না হোক, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলছি। তাদের সঙ্গে আমাদের তিনটি টি-টোয়েন্টি ছিল, সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। পাঁচটি ম্যাচ ৮-৯ দিনের মধ্যেই শেষ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি যতটা ভালো করা যায়, সেই চেষ্টাই করছি।’ ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই।