জানালার গ্রিলে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের অভয়নগরে ইব্রাহিম আসাদ (৬০) নামের এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) নিজ বাড়ির জানালার গ্রিল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোল্যা ইব্রাহিম আসাদ (৬০) উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসারপাড়ার বাসিন্দা। তিনি নওয়াপাড়া বাজারের জনতা স্টোর নামের মুদি দোকানের মালিক।
নিহতের বড় মেয়ে পাপিয়া খাতুন বলেন, রোববার সকালে ঘুম থেকে উঠে বাড়ির স্টোররুম খোলা দেখতে পান। ভেতরে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থা বাবার দেহ ঝুলে থাকতে দেখি। এরপর পুলিশে খবর দেই। নিহতের জামাতা রকিবুল ইসলাম খান জানান, তার শ্বশুরের দুই স্ত্রী ছিলেন। তার দোকানের অবস্থাও ভালো ছিল না। দুই সংসার চালাতে গিয়ে তিনি মানসিক চাপে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুন জানান, শনিবার (২২ মে) রাতের খাবার শেষে তার স্বামী প্রফেসার পাড়ায় প্রথম স্ত্রীর বাড়িতে চলে যান। তার প্রথম স্ত্রী একজন মানসিক রোগী। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মোল্যা ইব্রাহিম আসাদ নামের নওয়াপাড়া বাজারের একজন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।