টিকা বিতরণ ৯৮ লাখ ৭০ হাজার ডোজ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে ৩৪তম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ৯ হাজার ৫৩২ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৩৭৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৮ লাখ ৭০ হাজার ৩৭৬ ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ৩ লাখ ২৯ হাজার ৬২৪ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ ৪০ হাজার ২ ডোজ। অন্যদিকে আজ প্রথম ডোজ নিয়েছেন ৩০ জন। তারা সকলেই ঢাকা মহানগরের বিএনএস হাজী মহসিন কেন্দ্রে নিয়েছেন। এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৫৭ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৪৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মের পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।
প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। এছাড়া এ মাসো ১২ তারিখে চীনের কাছ থেকে উপহার পাওয়া টিকার পরিমাণ ৫ লাখ ডোজ। যা আগামী ২৫শে মে ঢাকায় ৪টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।