যশোরে ডাকাতির প্রস্তুতি মামলায় আটক ৩ জনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় আটক ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন পুলিশের করা আবেদনের শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের চান্দালী ওরফে নজরুল ইসলাম মন্ডলের ছেলে ফারুক মন্ডল, নাগদাহ গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে বিপ্লব হোসেন ও দামুড়হুদা উপজেলার দশমীপাড়া গ্রামের ক্দ্দুুস মন্ডলের ছেলে শাহীন। মামলা সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ যশোরের ইছালী ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাশিমপুর বাজার থেকে রহেলাপুর পর্যন্ত সড়কে অভিযান চালায়। এ সময় ট্রাক নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ শামীম আহমেদ নামে একজনকে আটক করে। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, ৪টি হাসুয়া, শাবল ও গাছ কাটা করাত। এ ঘটনায় ক্যাম্পের এসআই মিজানুর রহমান আটক শামীমসহ ৫ জনের উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ এই মামলায় উল্লিখিত ৩ জনকে আটক এবং আদালতে সোপর্দ করে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। রবিবার শুনানি শেষে বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।