তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদের ষড়যন্ত্র ও প্রথম আলোর রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তালা প্রেসক্লাবের আয়োজনে রোববার বেলা ১১ টায় তালা প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল, জাসদ নেতা দোবাশীষ দাস, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রোকনুজ্জামান টিপু, সদস্য প্রভাষক নজরুল ইসলাম, অর্জুন বিশ্বাস, নূর ইসলাম, তাজমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, সাংবাদিক রিয়াদ হোসেন, সন্তোষ ঘোষ, মারুফ হোসেন, তাপস সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ করলে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের বসার মতো কোন জায়গা থাকবে না। এছাড়া দীর্ঘদিনের একটি ঐতিহ্য স্থান ও বহু ইতিহাসের সাক্ষী তালা প্রেসক্লাবটি ধ্বংস হবে। বক্তারা সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ না করতে জোর অনুরোধ জানান। মানববন্ধনে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।