মনিরামপুরে লেবু চাষে সফলতা পিন্টুর

0

ওসমান গনি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলায় চায়না সিডলেচ হাইব্রিড জাতের লেবুর বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন সাইফুল আলম পিন্টু নামের এক যুবক। উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামের হাজী আলী কদর সরদারের পুত্র সাইফুল আলম পিন্টু নিজের ৪২ শতক জমিতে ৬৫ হাজার টাকা খরচ করে বিদেশী সিডলেচ লেবুর চাষ করেছেন। গাছ রোপণের মাত্র ৬ মাসের মধ্যে লেবু ধরা শুরু করেছে। প্রথম চালানে তিনি ৪০ হাজার টাকার লেবু বিক্রি করেছেন। আর গাছে যে ফুল ও ফল এসেছে এবং যে লেবু আছে দ্বিতীয় চালানে তা ৩ লক্ষাধিক টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লেবু ক্ষেতের চারিদিকে নেট (জাল) দিয়ে ঘিরে দিয়েছেন। সারিবদ্ধ প্রতিটি গাছে থোকা থোকা লেবু ধরেছে। লেবুর ভারে গাছগুলো নুইয়ে পড়েছে। কথা হয় চাষি সাইফুল আলম পিন্টুর সাথে। তিনি দীর্ঘ দিন যাবৎ কোরিয়ায় থেকেছেন। সেখান থেকে বাড়ি এসে ব্যবসার পাশাপাশি লেবুর চাষ করেছেন। তার ক্ষেতে ৪’শটি লেবু গাছ আছে। তিনি বাসুদেবপুরের এক নার্সারি থেকে লেবু গাছগুলো কেনেন। গত রমজান মাসে তিনি প্রতিটি লেবু ৮ টাকা দরে পাইকারি বিক্রি করেছেন। মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসান জানান, দেশী ও সিডলেচ নামের লেবু ভিটামিন সি সমৃদ্ধ রসালো ফল। প্রত্যেক মানুষের শরীরে এর উপকারিতা আছে।