প্রধানমন্ত্রী কেশবপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেশবপুর উপজেলার গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।

বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সহকারী পুলিশ সুপার (কেশবপুর অঞ্চল) শোয়ের আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের নিচতলায় গবাদিপশু রাখার ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট ৩ তলায় ৩শ পরিবার আশ্রয় নিতে পারবেন। আবহাওয়া দফতরের পূর্বাভাসের ঘোষণা মোতাবেক আগামী ২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।