কমিউনিটি পুলিশিং ফোরাম : স্টেডিয়ামপাড়ায় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ পরিদর্শকের মতবিনিময়

0

যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ইনটেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) শাহজাহান আহমেদ। রবিবার বিকেলে কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ পরিদর্শক শাহজাহান আহমেদ বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি চিরদিন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ পুলিশ বিভাগকে অত্যন্ত দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। এখন পুলিশ বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশকে আরও জনবান্ধব জনঘনিষ্ঠ করতে সরকার কাজ করে যাচ্ছে।’ মতবিনিময়কালে তিনি স্টেডিয়ামপাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন। এসব অপকর্মের সঙ্গে যুক্তদের ব্যাপারে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। মতবিনিময়কালে তিনি কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাড. বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ লিল্লু, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, দফতর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক আহম্মেদ উল্লাহ তোহা, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, শেখ তৌফিক ইকবাল, জলিলুর রহমান, জাফর ইকবাল, মোজাফফর হোসেন টিপু, সুজা উদ্দিন আহমেদ খান, মুয়াজ্জিন হোসেন লাভলু, শামীম হোসেন মিঠু, উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, তাহাজ্জুত হোসেন মোল্লা, মোসাদ্দেক, আবুল কালাম আজাদ, নুরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি