ফিলিস্তিনিদের ওপর হামলা ও সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে উদীচীর সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদ ও অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিপীড়নকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। গতকাল বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে সকল অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে গান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদী সমাবেশ।
সমাবেশে নেতৃবৃন্দ স্বাধীনতাকামী ওপর ইসরাইলিদের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বে এখন অন্যায়-অত্যাচার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ও এর থেকে বাইরে না। মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও মতামত প্রকাশ এদেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়ম পত্রিকার প্রকাশ না হয় এবং সকল কু-র্র্র্র্কীর্তি ঢাকবার জন্যে তারা আইন দিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়েছে। বক্তারা আরো বলেন, ব্রিটিশ শাসনামলে লর্ড কার্জন তার অফিসের গোপণীয়তা রক্ষার জন্য আইনটি করেছিলেন। তাও কেবল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে। এরপর এর প্রয়োগ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক সাংবাদিককে নির্যাতন করার কোন অধিকার নেই। প্রয়োজন হলে তিনি পুলিশ ডাকতে পারতেন। তা না করে আইন হাতে তুলে নিয়েছেন তিনি। আর এক শ্রেণির লোক দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এটিকে উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে বক্তাগণ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জেবুন্নেছার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদানের দাবি জানান এবং সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানান, প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু। বক্তব্য রাখেন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ দৌল্লা, অ্যাড. মোয়াজ্জেম হোসেন টুলু, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, অ্যাড. আমিনুর রহমান হীরু, সাংবাদিক স্বপ্না দেবনাথ প্রমুখ।