টপলেস রাইমা

0

লোকসমাজ ডেস্ক॥ কে বলবে তিনি চল্লিশ পেরিয়ে গিয়েছেন। টানটান ফিগার, মোহময়ীর দৃষ্টিতেই কুপোকাত ভক্তরা। এখনও একইরকম আগুন ঝরে তার ফোটোশুটে। লাস্যময়ী নায়িকার সাহসী ছবি মুহুর্তে ভাইরাল। তার লুক দেখে সুচিত্রা সেনের কথা মনে পড়বেই। যেন সৌন্দর্যের ধারা বয়ে নিয়ে যাচ্ছেন রাইমা সেন। চিত্রনাট্য ভাল না লাগলে অবলীলায় না করে দেন পরিচালককে। হাল ফ্যশনের স্টাইল স্টেটমেন্ট বাতলালেন নায়িকা।
নিজের সোশ্যাল মিডিয়ার শেয়ার করলেন ছবি। হট লুকে ধরা দিলেন মুনমুন কন্যা। উন্মুক্ত পিঠ। কাপড়ের টুকরো দিয়ে লজ্জা ঢাকছেন নায়িকা। ফটোশুটে দিচ্ছেন একের পর এক পোজ। চোখে গাঢ় কাজল, খোলা চুল, বিখ্যাত ফোটোগ্রাফার তথাগত ঘোষের লেন্সবন্দি তিনি। বর্তমানে হট লুকে পোস্ট করা রাইমার একাধিক ছবি ভাইরাল নেট দুনিয়ায়। এর আগেও বিতর্কে জড়িয়েছে তার ছবি। বিপুল সংখ্যক ফলোয়ার তার, তাদের মধ্যে কেউ কেউ তার বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন, লিখেছেন- আচ্ছা আপনার কী বয়স হয় না? কেউ আবার তার কাজল কালো চোখেই মুগ্ধ।