দাম বাড়ার তালিকার শীর্ষে এনআরবিসি ব্যাংক

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬-২০ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে এনআরবিসি ব্যাংকের। ফলে এর মাধ্যমে ব্যাংকটি ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষ স্থানে উঠে আসে।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে শেয়ারটির ক্লোজিং দর বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ারের দর ৮.৪০ টাকা বা ৪২.৮৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ৩৮.৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২২.৩৪ শতাংশ, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ২০.৪৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.২০ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ১৪.৭৭ শতাংশ, সুহৃদের ১৪.৬৭ শতাংশ, রিং শাইন টেক্সটাইলসের ১৪.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের ১৪.৪৯ শতাংশ ও ওয়ান ব্যাংকের শেয়ার দর ১৪.২৯ শতাংশ বেড়েছে।