যশোর পৌরসভার মেয়র পলাশকে ভোরের সাথীর সম্মাননা প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ভোরের সাথী গতকাল শুক্রবার যশোরের নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশকে সম্মাননা জানিয়েছে। সকাল সাড়ে ৭টায় যশোর পৌরপার্ক চত্বরে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় ভোরের সাথীর প্রতিষ্ঠাতা সদস্য হায়দার গণী খান পলাশ বলেন, নাগরিকদের সাথে কথা বলে, তাদের মতামতের ভিত্তিতেই পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে চাই। নাগরিক সুবিধাকে প্রাধান্য দেওয়াই হবে আমার মূল কাজ। আমার কাছে যেতে কাউকেই অনুমতি নেওয়া লাগবে না। তিনি বলেন, পৌরপার্কটি এখন স্বাস্থ্যসচেতন মানুষের একটি প্রিয় স্থান। এই স্থানটিকে আরও সুন্দর করার নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভোরের সাথীর সিনিয়র সহ-সভাপতি মোবাশ্বের হোসেন বাবুর সভাপতিত্বে সম্মাননা সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এসএম কামরুজ্জামান, শহিদুল হক বাদল, আকরামুজ্জামান রবি, শাহিদুজ্জামান স্বপন, রফিকুল ইসলাম আরজু, হাঁটার সাথীর সভাপতি, যশোর মেডিকেল কলেজের সহ-অধ্যাপক ডা. আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সংগঠনের সদস্য অ্যাড. মাহমুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ভোরের সাথী ও হাঁটার সাথীর পক্ষ থেকে পৌরমেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবংএকটি সম্মাননা ক্রেস্ট ও সংগঠনের লোগোযুক্ত লাল-সবুজের একটি টি শার্ট তার হাতে তুলে দেওয়া হয়।