কোটচাঁদপুরে আগুন লেগে ১০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ আগুন লেগে পানচাষিদের ১০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে দাবি চাষিদের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাজার সংলগ্ন পানের বরজগুলোতে। খবর পেয়ে কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আগেই পানের বরজগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী বলরাম দাস জানান, সকাল নয়টার দিকে বরজে আগুন লাগে। এরপর একে একে পুড়ে যায় ১০ বিঘা পানের বরজ। তিনি বলেন, এই পান চাষ করে তাদের সংসার চলে। বরজ পুড়ে যাওয়ায় এখন তারা নিরুপায়। আগুন লেগে পুড়ে গেছে জালালপুর গ্রামের নন্দীর ৮০ শতক, শতদলের ৫০ শতক, বলরাম দাসের ৪৫ শতক, স্বপন দাসের ৬৫ শতক, বৃন্দাবন দাসের ১৫ শতক, মানস সেনের ১০ শতক, মিনাজ মন্ডলের ১৫ শতক, কামাল কাজীর ১০ শতক ও সুবল চন্দ দাসের ১০ শতক জমির পানের বরজ। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষিরা। কোটচাঁদপুর ফায়ার স্টেশন কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল বলেন, বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকা- ঘটতে পারে। তিনি বলেন, চাষিরা ৫ লাখ টাকার ক্ষতি দাবি করলেও ধারণা করা হচ্ছে ২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।