ফটো সাংবাদিক বাবুলের মায়ের ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক নূর ইমাম বাবুলের মা শামসুন নাহার ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল জানান, তার মা বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরতলীর পালবাড়ী গাজীর ঘাট রোডস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার বাদ আছর নতুন খয়ের তলা গাজীর ঘাট জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলি¬ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক নূর ইমাম বাবুলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাছাড়া ফটো সাংবাদিক বাবুলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। পৃথকভাবে অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের লোকসমাজ ইউনিট চিফ মোস্তফা রুহুল কুদ্দুস ও ডেপুটি ইউনিট চিফ মীর মঈন হোসেন মুসা। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নূর ইমাম বাবুলের মায়ের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।