বাবা-মায়ের সম্পর্কের অবনতির দায় গণমাধ্যমকে দিলেন প্রিন্স উইলিয়াম

0

লোকসমাজ ডেস্ক॥ মা-বাবার সম্পর্কের অবনতি নিয়ে এবার মুখ খুললেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। তিনি বলেছেন, মা প্রিন্সেস ডায়ানার বিড়ম্বনা এবং বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতির জন্য বিবিসির সাক্ষাৎকার গ্রহণই দায়ী। খবর রয়টার্সের। প্রিন্স উইলিয়াম এক ভিডিও বার্তায় এমনটাই জানান। তিনি আরও বলেন, তিনি বেশি দুঃখ পেয়েছিলেন যখন জেনেছেন ডায়ানা জানতেনই না যে তিনি প্রতারিত হচ্ছেন। মা শুধু ওই প্রতারক সাংবাদিকের কাছেই ব্যর্থ হননি বরং তার বসদের দ্বারাও হয়েছিলেন। প্রিন্স হ্যারিও মায়ের মৃত্যুর জন্য বিষাক্ত গণমাধ্যম সংস্কৃতিকে দায়ী করেন। তিনি বলেন, এই জন্যই আমাদের মা প্রাণ হারালেন কিন্তু কিছুই বদলালো না। তার উত্তরাধিকার রক্ষা করে আমরা সবার জীবন রক্ষা করতে পারি এবং সেই মর্যাদাকে ধরে রাখতে পারি যেটার সাথে তিনি জীবন যাপন করেছেন।