বিশেষ শিশুদের টিকা নেওয়ার ব্যবস্থা করলেন ঋতুপর্ণা

0

লোকসমাজ ডেস্ক॥কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি এখন উদ্বেগজনক। হাসপাতালে ভীড়, বেড নেই, প্রিয়জনকে হারানোর জন্য মন খারাপের পরিবেশ, সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। নিজেদের মত করে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তারকারা। সুদূর সিঙ্গাপুরে বসে এবার বিশেষ শিশুদের টিকার ব্যবস্থা করলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা জানিয়েছেন, অভিরূপ সেনগুপ্তের ‘প্রয়াস’ সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি যুক্ত। সেই সব সংস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশাপাশি থ্যালাসেমিয়া, ক্যান্সারে আক্রান্ত শিশুদেরও তিনি খুব কাছ থেকে দেখেছেন। বুঝেছেন, এই ধরনের শিশুরা অতিমারিতে আক্রান্ত হয়ে সুস্থ শিশুদের থেকে কত বেশি অসহায় হয়ে পড়ে। তাই তাদের জন্য টিকা নেয়ার ব্যবস্থা করেছেন তিনি।