করোনাকালে বাংলালিংকে ৫০ লাখ গ্রাহক পাচ্ছেন ফ্রি ডেটা ও টক টাইম

    0

    লোকসমাজ ডেস্ক॥করোনায় চলাচলের বিধিনিষেধ ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে যেসব গ্রাহক সম্প্রতি মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেননি তাদের জন্য বিশেষ ভয়েস কলিং এবং ডেটা অফার চালু করেছে বাংলালিংক।বাংলালিংক-এর প্রায় ৫০ লাখ প্রিপেইড গ্রাহক এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
    যেসব গ্রাহক চলতি বছরের ১৫ এপ্রিলের পর অ্যাকাউন্ট রিচার্জ না করার ফলে তাদের বাংলালিংক সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম এবং ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন।
    ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে হলে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে চলতি মাসের ৩১ তারিখ ২০২১ পর্যন্ত।
    বাংলালিংক-এর মার্কেটিং ডিরেক্টর সৌরভ প্রকাশ খারে বলেন, “দেশব্যাপী চলাচলের বিধিনিষেধের ফলে আমাদের কিছু গ্রাহক রিচার্জ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের অবস্থা বিবেচনা করে আমরা এই বিশেষ অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
    চলমান পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার প্রতি আমরা সতর্কভাবে লক্ষ্য রাখছি। গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সাথে যুক্ত থাকতে পারে সে জন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।”