২০ মিনিটে ৩৫ টার্গেটে ৫৪ ইসরাইলি বিমানের হামলা

0

লোকসমাজ ডেস্ক॥ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। সময় যতই গড়াচ্ছে, ইসরাইল হামলার তীব্রতাও বাড়াচ্ছে। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট নিক্ষেপ করে এর জবাব দিচ্ছে।স সোমবার ভোর রাতে একপর্যায়ে মাত্র ২০ মিনিটের মধ্যে ৫৪টি ইসরাইলি জঙ্গি বিমান গাজা সিটির আশপাশের ৩৫টি টার্গেটে অবিরাম গোলাবর্ষণ করে। গত সোমবার শুরু হওয়া যুদ্ধে এটাই ছিল সবচেয়ে তীব্র হামলা। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডএফ জানায়, তারা উচ্চপদস্থ হামাস কমান্ডারদের ৯টি বাড়িতে এসব হামলা চালিয়েছে। এছাড়া হামাসের অস্ত্র গুদাম, ৯ মাইল জুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ টানেলও ছিল তাদের টার্গেট। এসব হামলায় হতাহতের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গাজা সিটিতে একটি তিন তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিবাসীরা জানান, বিমান হামলার আগে তাদেরকে খালি করার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়েছিল। তারা জানায়, কাছের একটি কৃষিখামারে বেশ কয়েকবার হামলা করা হয়। ইসরাইলি বাহিনী জানিয়েছে, ইসরাইলের দিকে হামাস ৭০টি রকেট নিক্ষেপ করেছে। এগুলোর ১০টি গাজাতেই ভূপাতিত হয়েছে। আর বাকিগুলো আয়রন ডোম বাধা দিয়েছে। তবে অ্যাশকেলনে একটি রকেট এক সিনাগগে আঘাত হানলে সেটি বিধ্বস্ত হয়। প্রার্থনার কিছু সময় আগে রকেটটি তাতে আঘাত হানে। সোমবার কতজন নিহত হয়েছে, তা জানা যায়নি, তবে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২০৭। এদের মধ্যে অন্তত ৫৯টি শিশুসহ ১৯৭ জন ছিল ফিলিস্তিনি। ইসরাইলে নিহত হয়েছে একটি শিশুসহ ১০ জন। ইসরাইল হামলা চালানো শুরু করার পর থেকে অন্তত ১২ শ’ ফিলিস্তিনি আহত হয়েছে।
সূত্র : ডেইলি মেইল