অপরিশোধিত চিনির দাম বাড়তির দিকে

0

লোকসমাজ ডেস্ক॥আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে আখের উৎপাদন হ্রাসের উদ্বেগ ও দেশটির মুদ্রার দাম বাড়ায় চিনির বাজারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে। আখ থেকে উৎপাদিত ইথানলের মূল্যবৃদ্ধির মধ্যেই চিনির দাম বেড়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত চিনির জুলাইয়ে সরবরাহ চুক্তি মূল্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ১৮ দশমিক ১৪ সেন্টে পৌঁছেছে। গত ফেব্রুয়ারির পর এটিই পণ্যটির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। তবে সাদা চিনির আগস্টে সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৫ শতাংশ কমে টনপ্রতি ৪৭৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠান রাবোব্যাংক জানায়, জুলাই ও অক্টোবরে সরবরাহ চুক্তি অনুযায়ী ১৫ দশমিক ৫ থেকে ১৮ দশমিক ৫ সেন্টে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি লেনদেন হতে পারে। প্রতিষ্ঠানটি বলছে, ব্রাজিলে ইথানলের দাম বাড়তির দিকে। ফলে আখ থেকে চিনির পরিবর্তে ইথানল তৈরিতে মনোযোগ বাড়িয়েছেন মিল মালিকরা। এতে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়ে গেছে।
এক প্রতিবেদনে দেখা গেছে, চিনি আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পরই চিনের অবস্থান। দেশটি সেপ্টেম্বরে শেষ হতে চলা চলতি মৌসুমে ৪৫ লাখ টন চিনি আমদানি করতে সক্ষম হবে। গত মৌসুমে দেশটির চিনি আমদানির পরিমাণ ছিল ৩৭ লাখ ৬০ হাজার টন।