দেশের কোনো প্রতিষ্ঠানকে করোনার ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনের করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এমনকি দেশে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি।
আজ রবিবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চীনের সিনোফার্ম করোনা টিকা দেশে উৎপাদনে ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনো কাউকে কোনো অনুমোদন দেয়নি। এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।