এক বছরের শিশুকেও রেহাই দিচ্ছে না ইসরায়েল

0

লোকসমাজ ডেস্ক॥ গাজায় ইসরায়েলের বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে না এক বছরের শিশুও। গত সাত দিনের মধ্যে রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজায়। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই শিশু।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরের আগে গাজা শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের মধ্যে এক ও তিন বছরের দুই শিশু রয়েছে। এরা দুজনই একই পরিবারের সন্তান ছিল।আল রিমাল এলাকার কাছে চালানো ওই হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অর্ধশত মানুষ। উদ্ধারকারীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক সদস্য আল-জাজিরাকে বলেন, ‘আমরা ধ্বংসস্তুপের নিচ থেকে চি’কারের শব্দ শুনছি।’
উদ্ধারকারী দলকে সহায়তাকারী মাহমুদ হামিদ বলেন, ‘এটা ভয়াবহ মুর্হর্ত যা বর্ণনা করা সম্ভব নয়।’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, গত সাত দিন ধরে চলা লড়াইয়ে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে রোববার। একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে এই দিনে।
গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিন ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৫২ জনই শিশু। আহত হয়েছে এক হাজার ২০০ এর বেশি মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।