ঢাকায় চীনা রাষ্ট্রদূতের মন্তব্য আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে বলে মন্তব্য করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। গত সোমবার (১০ মে) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। চীনা কূটনীতিকের ওই আলোচিত মন্তব্য নজর কেড়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বুধবার (১২ মে) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র নেড প্রাইস বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো জানিয়ে বলেন, ‘বাংলাদেশে চীনা রাষ্ট্রদূতের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা যেটি বলতে চাই আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। দেশটি নিজেরাই নিজেদের পররাষ্ট্র নীতি তৈরি করার অধিকার রাখে এই বিষয়টিও আমরা শ্রদ্ধা করি।’ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন থেকে মানবিক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আছে বলে তিনি জানান।