বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ১শ’ ৫ জন বাড়ি ফিরেছেন

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে মুখ হাসি ফুটেছে। হোটেল গুলোতেও বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। স্বজনদের নিতে বেনাপোল এসে পৌঁছান তাদের নিকট আত্মীয়রা। এক নাগাড়ে ১৪ দিনের হোটেলে অবস্থানের পর যেন কারাবন্দীর অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছেন ১শ’ ৫ জন। গতকাল মঙ্গলবার শেষ হয় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। ১৪ দিন আগে ভারত ফেরত ১শ’২৪ জনকে বেনাপোলের ৬ টি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের মধ্য অসুস্থতাজনিত কারণে ১৯ জন কে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান,আগামী ১৪ দিন বিভিন্ন হোটেল ও শেল্টার হোমে থাকা প্রায় ২ হাজার ৬ শত ৬৩ জন পালা ক্রমে ঘরে ফিরবেন। গতকাল মঙ্গলবার সকালে ঘরে ফেরাদের ফুল দিয়ে বিদায় জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যাতায়াতে সহায়তা করা হচ্ছে। হোটেল পোর্টভিউতে কোয়ারেন্টাইনে থাকা ঢাকার মোখলেছুর রহমান বাড়িতে সন্তানদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে এই আনন্দে কোয়ারেন্টাইনে থাকার কষ্ট ভুলে যাবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে গতকালও নতুন করে দেশে ফিরেছেন আরো ৩জন যাত্রী। তবে আগামী ১৬ মে পর্যন্ত কোলকাতা দূতাবাস থেকে কোন ছাড়পত্র দেয়া হবে না বলে দুতাবাসের গেটে নোটিশ টানিয়ো দেয় হয়েছে।