কেশবপুরে ইদ্রিস হত্যা মামলায় আটক রাসেলের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের ইঞ্জিন চালিত ভ্যানচালক ইদ্রিস আলী হত্যা মামলায় আটক রাসেল মোড়লের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্টে আদালতের বিচারক মারুফ আহমেদ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাসেল মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের সোহরাব মোড়লের ছেলে। আদালতে তদন্ত কর্মকর্তা তার ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে ৩১ ডিসেম্বর সকালে শ্রীফলা গ্রামের বাসিন্দা কিশোর ইদ্রিস আলী তার ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে প্রতিদিনের মত বাড়ি থেকে হয় ভাড়ায় চালানের উদ্দেশ্যে। রাতে সে বাড়ি ফিরে আসেনি। পরদিন উপজেলার মঙ্গলকোট গ্রামের পরিবার কল্যাণ কেন্দ্রের পাশের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কুদ্দুস অজ্ঞাতনামাদের আসামি করে কেশবপুর থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ইদ্রিস আলীর খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধার করা হয়। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে হত্যা করেছিলো। সূত্র আরো জানায়, আটক নাজমুল ওরফে ইমরান, শাহিদুল ও আব্দুর রশিদ নামে ওই ৩ দুর্বৃত্তের দেয়া তথ্যের ভিত্তিতে রাসেল মোড়লকে আটক করেন তদন্ত কর্মকর্তা। পরে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।