বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু ঝিকরগাছায়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন (৪২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুল অহাবের ছেলে ও ৮নম্বর ওয়ার্ডের সদস্য।  ঘটনাটি সোমবার দুপুরে হলেও গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্রুনাল গ্রামের আলী বক্সের ছেলে আগর আলী (৪৫) নামের অপর এক ব্যক্তি আহতের খবর পাওয়া গেলেও সে পালাতক রয়েছে।
ঝিকরগাছা হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুসহ স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুর ১টার দিকে পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বারসহ তার কয়েকজন সহযোগী বোমা তৈরি করছিল বলে ধারণা করা হচ্ছে। অসাবধানতাবশত বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হলে ইউপি সদস্য লিটন গুরুতর জখম হয়। এ সময় সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসা চালায়। কিন্তু অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্স যোগে গুরুতর আহত অবস্থায় ওই ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঢাকা-মানিকগঞ্জ সড়কে পৌঁছালে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বাড়িতে আনার পর গতকাল সকালে পুলিশ উদ্ধার করে ঝিকরগাছা থানায় নেয়। সেখান থেকে বিকাল চারটায় যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আজ ময়নাতদন্ত করা হবে বলে হাসপাতাল থেকে জানা যায়। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল ইমরান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা বিস্ফোরনের ঘটনায় আহত আগর আলী নামের এক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে এবং তাকে আটকের চেষ্টা চলছে। নিহত ইউপি সদস্য নাজমুল আলম লিটন একই গ্রামের আওয়ামীলীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।